Tuesday, November 5, 2013

বিনা মূল্যেই দরকারি সবকিছু

ইন্টারনেটে অনেক ঘেঁটে নিজের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে পাচ্ছেন না? খুঁজে পেলেও সেটি নামানোর (ডাউনলোড) ঝামেলায় পড়তে হয়। এ ক্ষেত্রে বিনা মূল্যে যেকোনো ফাইল, বই, গেম, সিনেমা ও সফটওয়্যার পেতে পারেন টরেন্ট সাইটে।
বিট টরেন্ট প্রটোকল ব্যবহার করে নির্দিষ্ট সার্ভার থেকে পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করা যায় (শেয়ার) এমন ফাইলকে বলা হয় টরেন্ট ফাইল। তাই কাঙ্ক্ষিত ফাইল নামাতে কোনো ঝামেলা বা আইনি বাধা থাকে
না। এ জন্য https://kickass.to বা জনপ্রিয় যেকোনো টরেন্ট সাইটে গিয়ে আপনার পছন্দের বিষয়টি খুঁজে নিয়ে Download Torrent চেপে .torrent ফাইল নামিয়ে নিন। খেয়াল রাখবেন, যে টরেন্ট ফাইলটি নামাবেন, তার সিড এবং লিচ যেন বেশি থাকে। এ তথ্য সব টরেন্ট ফাইলের সঙ্গে উল্লেখ করা থাকে।
এবার www.vuze.com ওয়েব ঠিকানায় গিয়ে ভুজ বিট টরেন্ট সফটওয়্যার নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন। এটি ইন্টারনেট-সংযোগ ব্যবহার করে ইনস্টল হয়, তাই কাজটি সম্পন্ন হতে কিছু সময় নেবে। এ ছাড়া নামানোর কাজটি www.utorrent.com সাইট থেকে ইউ-টরেন্ট ক্লায়েন্ট এবং www.zbigz.com ঠিকানায় গিয়ে সরাসরি করা যায়। তবে কাঙ্ক্ষিত টরেন্ট ফাইল ডাউনলোডের জন্য ভুজ বিট টরেন্ট বেশি গতি দিয়ে থাকে। ইনস্টল সম্পন্ন হলে ভুজ চালু করে File>Open>Torrent File-এ ক্লিক করে সেটি খুলুন। এবার Add files চেপে এর আগে নামানো .torrent-যুক্ত টরেন্ট ফাইলটি নির্বাচন করে ওকে করুন। পরের পৃষ্ঠায় Save location বোতাম চেপে ফাইলটি যেখানে রাখতে চান, সেটি দেখিয়ে দিয়ে ওকে করলে দ্রুতগতিতে ফাইল নামানোর কাজ শুরু হবে। —মো. রাকিবুল হাসান

No comments:

Post a Comment